শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

হবু মায়েরা কেন টক খেতে ভালোবাসেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩৬৬ Time View

গর্ভবতী হওয়ার পর কিছু খাবারের প্রতি ভালোবাসা বেড়ে যায়। বিষয়টি খুব স্বাভাবিক। বিশেষত ঋতুচক্রের একদম শেষের দিকে এই চাহিদা বাড়তে শুরু করে। এর কারণ হরমোনগত পরিবর্তন। অনেক সময় গর্ভবতী নারী কিছু অদ্ভুত আবদার করে বসে।

কেন এমনটা হয়? গর্ভবতী হওয়ার পর দুটো কারণে এমনটা হতে পারে।

গর্ভবতী হলে নারীরা লেপটিন নামক হরমোন গ্রহণ করতে পারেনা। লেপটিন না থাকায় ক্ষুধাভাব লেগে থাকে৷ ফলে নারীরা প্রায়ই বিভিন্ন খাবার খাওয়ার আবদার জানায়।

গর্ভাবস্থায় নারীদের ঘ্রাণ সহ্য হয়না অথবা মুখে ধাতব স্বাদ লেগে থাকে। মূলত নিউরাল পরিবর্তনের ফলে এমনটা হয়।

গর্ভাবস্থায় কি কি খাবারের প্রতি আকর্ষণ বাড়ে?

গর্ভাবস্থায় কিছু খাবারের প্রতি নারীর চাহিদা বেড়ে যায়। কি কি খাবার? আসুন জেনে নেয়া যাক।

ফল

গর্ভাবস্থায় নারীরা ফল খেতে চায়। অনেকে ভাবেন ভিটামিন সি এর অভাবে এমনটা হয়। তবে এটি পরিক্ষিত সত্য না। এমন সময়ে ড্রাই ফ্রুট বা ক্যান ফ্রুট না খাওয়াই ভালো। পরিষ্কার করে ভালোমতো ফল খাওয়া উচিত।

মিষ্টি বা আইসক্রিম

মিষ্টি বা আইস ক্রিমের প্রতি আগ্রহ বাড়াটাও অস্বাভাবিক কিছু না। এর কারণ আমাদের জানা নেই। সম্ভবত শরীরে প্রচুর শক্তি প্রয়োজন হয় বলে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার আগ্রহ বাড়ে। আবার দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে ঠাণ্ডা কিছু খাওয়ার আগ্রহ জাগে। মিষ্টি বা আইসক্রিম কম খাওয়া ভালো কারণ এতে প্রচুর মিষ্টি থাকে।

চকলেট

চকলেট মস্তিষ্কে টিপটোফেনের জোগান দেয়। টিপটোফেন মস্তিষ্কে আনন্দানুভূতির জন্ম দেয়। তাই গর্ভাবস্থায় অনেকেই চকলেট খেতে চান।

আচার জাতীয় খাবার

গর্ভাবস্থায় টক খাবার খাওয়ার প্রতি আসক্তি দেখা দেয়। লবণাক্ত বা টক খাবারের প্রতি আগ্রহ সম্ভবত দেহ থেকে ফ্লুইড বা সোডিয়াম নির্গত হওয়ার ফলে দেখা দেয়। তবে এ জাতীয় খাবার দেহে প্রজেস্টেরনের জোগান দেয়।

ডেইরি

দই, দুধ, মাঠা, লাবাং ইত্যাদি ডেইরি পণ্যের প্রতিও নারীদের আগ্রহ বাড়তে পারে। এর কারণ হয়তো ক্যালসিয়ামের চাহিদা। তবে এসময় প্রচুর আইসক্রিম না খেয়ে দই বা ফ্রুট স্মুদি খাওয়া ভালো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin