লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা? এই বিতর্কের যেন শেষ নেই! ইউরোপা মাতানো দুই তারকা চলে গেছেন দুই প্রান্তের দুই ক্লাব আল নাসর ও ইন্টার মায়ামিতে। তাও বিতর্ক থামছেই না। তাতে এবার যোগ দিলেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড।
ফরাসি গণমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজার্ড দাবি করেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। আর তিনি (হ্যাজার্ড) নিজে রোনালদোর চেয়েও সেরা ফুটবলার। হ্যাজার্ড বলেন, ‘ব্যক্তিগতভাবে বললে মেসিই একমাত্র খেলোয়াড় যার খেলা দেখতে ভালো লেগেছে। সে ইতিহাসের সেরা। ক্রিশ্চিয়ানো আমার চেয়ে বড় খেলোয়াড় কিন্তু সত্যি বলতে আমি তা মনে করি না।’
শ্রেষ্ঠত্বের পাল্লাটা মেসির দিকেই ঝুলিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ খেলে যাওয়া এই তারকা ফুটবলার। তিনি আরও যোগ করেন, ‘আমার মতে মেসিই সর্বকালের সেরা ফুটবলার। মেসিই একমাত্র ফুটবলার যার কাছ থেকে বল কেড়ে নেওয়া অসম্ভব। আর পরিচ্ছন্ন ফুটবলের দিক থেকে আমি রোনালদোর চেয়েও সেরা।’