শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

ইউএনও-ওসিদের রদবদল প্রক্রিয়া তামাশা : রিজভী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

ইউএনও ও ওসিদের বদলির জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এটা আওয়ামী মনা ইউএনও ও ওসিদের রদবদলের সিদ্ধান্ত মাত্র। সমগ্র প্রক্রিয়াটিও হাসি-তামাশার নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা।’

রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রার্থী যারা হয়েছেন, তাদের সবাই আওয়ামী লীগের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ প্রার্থী। জনগণের বিরুদ্ধে নির্বাচনি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনই (ইসি) সংবিধানের সারবত্তা ভূলুণ্ঠিত করেছে। এখন আওয়ামী লীগ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কথা বলা মানে জনগণের সঙ্গে কৌশলে ঠাট্টা করা।’

 

রিজভী বলেন, ‘কিসের আচরণবিধি লঙ্ঘন? এখানে তো জনগণের অংশগ্রহণই নেই, এখানে ভোটারদের ভোটের প্রতি কোনো আগ্রহই নেই। একতরফা একটি নির্বাচন করা হচ্ছে। একই দলের লোক কেউ নৌকা মার্কার প্রার্থী, কেউ আওয়ামী লীগের প্রার্থী, কেউ আওয়ামী লীগের প্রত্যক্ষ প্রার্থী, কেউ আওয়ামী লীগের পরোক্ষ প্রার্থী; কেউ এক নম্বর প্রার্থী, কেউ দুই নম্বর প্রার্থী, কেউ তিন নম্বর প্রার্থী।’

রিজভীর অভিযোগ, ‘দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা গণহারে গ্রেফতার, বাড়ি-বাড়ি তল্লাশি, আক্রমণ, হামলা, হত্যা ও জখমের এক ভয়ানক সহিংস পরিবেশের মধ্যে চরম ভয়ভীতির মধ্যে দিনযাপন করছেন। সেখানে ইসি কীসের প্রশাসনিক রদবদল করছে? বিএনপির নেতাকর্মীরা যখন ঘর ছাড়া, এলাকা ছাড়া; তখন নির্বাচন কমিশন পৃথিবীর নিকৃষ্টতম নির্বাচনের তামাশার আয়োজনের প্রতি জনগণের মোটেও কোনো ভ্রুক্ষেপ নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin