শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

খালেদা জিয়াকে দেখতে তিন মার্কিন চিকিৎসক আসছেন কাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১২ Time View

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য পরামর্শ নিতে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হচ্ছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল বুধবার তিনজন চিকিৎসকের একটি দল বাংলাদেশে এসে পৌঁছার কথা রয়েছে। তারা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে দেয়নি। যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসক এনে তাদের পরামর্শ নিতে হচ্ছে।’

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সমন্বয়ে এই তিনজন চিকিৎসক কাজ করবেন। মার্কিন তিন চিকিৎসক হলেন- মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তাদের একজন কিডনি, একজন লিভার ও একজন রেডিওলোকিজক্যাল চিকিৎসক।

এদিকে খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। রাত সাড়ে ৩টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। এরপর তার শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমলে আট ঘণ্টা পর আজ সকাল সাড়ে ১১টার দিকে তাকে আবার কেবিনে নিয়ে আসা হয়।

আজ মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সোমবার রাতেও খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে।’

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা রোগে দীর্ঘদিন ভুগছেন এই নেত্রী।

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য অনুমতি চেয়ে সরকারের কাছে তার ছোট ভাই শামীম ইস্কান্দার আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন আইন মন্ত্রণালয় নাকচ করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin