শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন

সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেন আমলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৯৪ Time View

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলা। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন আমলা। এরপর চালিয়ে গেছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে। তবে এবার ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে তাকে। সব ধরণের ক্রিকেট থেকে বিদায় নিলেন এই কিংবদন্তি প্রোটিয়া ব্যাটার।

দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে পেশাদার সব ফরম্যাট মিলিয়ে করেছেন ৩৪,১০৪ রান করেছেন আমলা। দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪ টেস্টে ২৮টি সেঞ্চুরিতে করেছেন ৯২৮২ রান। ১৮১ ওয়ানডে খেলে ২৭ সেঞ্চুরিতে করেছেন ৮১১৩ রান। আর ৪৪ টি-২০ তে করেছেন ১২৫৭ রান।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে টেস্ট আর জুলাইয়ে বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন তিনি। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলছিলেন আমলা। হাশিম আমলার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে সারের ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘হাশিমের অবসরে এ ক্লাবের সবারই খারাপ লাগছে। তবে দুর্দান্ত ক্যারিয়ারের জন্য ওকে আমরা সাধুবাদ জানাই। ক্রিকেটের গ্রেটদের একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin