শুক্রবার, ১০ মে ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

রবিবার বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৯৮ Time View

প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে পবিত্র রমজান মাস। আর তাই, ১৪৪৩ হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে রবিবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।  বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এই বৈঠক ডেকেছে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরবি বর্ষপঞ্জির চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শাওয়াল মাসের চাঁদ দেখাতে রবিবার বৈঠক ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

 

উল্লেখ্য, শাওয়াল আররি বর্ষপঞ্জির দশম মাস। শাওয়ালের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়।

রবিবার সন্ধ্যা সাতটায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।  এই বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন বলেও জানানো হয়।

বাংলাদেশের কোথাও আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন নম্বরে জানাতে অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin