শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন

দ্রুত সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৯৯ Time View

মিয়ানমারের জান্তা সরকারকে দ্রুত দেশটির গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুতের পরই সু চি’কে বন্দি করেছে জান্তা সরকার।

গত সোমবার অবৈধভাবে ওয়াকি টকি রাখা এবং কোভিড বিধিনিষেধ লঙ্ঘনের মামলায় তাকে আরো চার বছরের সাজা দেয় দেশটির জান্তা সরকার। এরপরই তাকে মুক্তির আহ্বান জানালো যুক্তরাষ্ট্র।

আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানায়, মিয়ানমারের জান্তা সরকারের কাছে সুচিকে মুক্তির আহ্বান জানানিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, সু চি’কে গ্রেফতার, আটক এবং শাস্তি মিয়ানমারে ন্যায়বিচার ও আইনের শাসনের অবমাননা।

তিনি আরও বলেন, শুধু সুচিকেই নয়, অন্যায়ভাবে যে সকল নির্বাচিত নেতাদের আটকে রাখা হয়েছে তাদের সকলের মুক্তির আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের গণতন্ত্র ফিরিয়ে আনার ওপরও জোর দেন নেড প্রাইস। আমরা লক্ষ্য করেছি যে মিয়ানমারের জনগণ আর একটি দিনও সামরিক শাসনের অধীনে থাকতে চায় না। এক্ষেত্রে দেশটির জনগণকে আমরা সর্বোচ্চ সমর্থন দিয়ে যাবো।

গতবছরের ১ ফেব্রুয়ারি ভোরে সু চি’কে সরিয়ে ক্ষমতায় বসে সামরিক বাহিনী। সামরিক শাসনের প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত ১১ হাজার ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে। সামরিক বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক হাজার ৪০০ বিক্ষোভকারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin