শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘লিডিং লাইটস’ তালিকায় সাকিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৯৭ Time View

২০০৭ সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত টি -টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে ছয়বার। এই আসরগুলোতে যারা ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শন করে নজর কেড়েছেন তাদের মধ্যে থেকে ১০ জনকে নিয়ে ‘লিডিং লাইটস’-এর তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখান জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

তালিকা প্রকাশ করে সাকিবের ব্যাপারে আইসিসি লিখেছে, ‘সাকিবই তালিকায় থাকা একমাত্র খেলোয়াড়, যিনি এখন পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারেননি। সংগ্রাম করতে থাকা একটি দলের হয়ে সাকিব কতটা ধারবাহিক, তার অর্জনই তা বলে দেয়। ’

সাকিবের প্রশংসায় আইসিসি আরও লিখেছে, ‘বিশ্বকাপের প্রথম আসরে খেলা মাত্র ৮ ক্রিকেটার যারা এবারও বিশ্বকাপ খেলবেন, সাকিব তাদের একজন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব অন্যতম গ্রেট অলরাউন্ডার। শহীদ আফ্রিদির পাশাপাশি তিনিই একমাত্র খেলোয়াড় যিনি টুর্নামেন্টে ৫০০ রান এবং ৩০ উইকেটের মালিক। দুই বছর আগে ওয়ানডে বিশ্বকাপে তার পারফরম্যান্সের দিকে তাকালে বুঝা যায়, বড় উপলক্ষ পেলে তার সাফল্যের ক্ষুধা আরও বেড়ে যায়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির ‘লিডিং লাইটস’ তালিকা:

শহীদ আফ্রিদি (৩৪ ম্যাচে ৩৯ উইকেট ও ৫৪৬ রান)
সাকিব আল হাসান (২৫ ম্যাচে ৩০ উইকেট ও ৫৬৭ রান)
এবি ডি ভিলিয়ার্স (৩০ ম্যাচে ৩০ ক্যাচ ও ৭১৭ রান)
তিলকরত্নে দিলশান (৩৫ ম্যাচে ৮৯৭ রান)
ক্রিস গেইল (২৮ ম্যাচে ৯২০ রান)
মাহেলা জয়াবর্ধনে (৩১ ম্যাচে ১০১৬ রান)
বিরাট কোহলি (১৬ ম্যাচে ৭৭৭ রান)
লাসিথ মালিঙ্গা (৩১ ম্যাচে ৩৮ উইকেট)
কেভিন পিটারসেন (১৫ ম্যাচে ৫৮০ রান)
স্যামুয়েল বদ্রি (১৫ ম্যাচে ২৪ উইকেট)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin