রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা সিরিজের চূড়ান্ত সময়সূচী আসছে আগামী সপ্তাহে। ক্যাম্প শুরুর আগে ক্রিকেটারদের করা হবে করোনা টেস্ট

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ২৬২ Time View

আগামী এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে বাংলাদেশের শ্রীলংকা সফরের চূড়ান্ত সময়সূচী। সময় সূচি চূড়ান্ত হলেই দলগতভাবে অনুশীলনের নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে তার আগে প্রতিটি ক্রিকেটারকে সহ জাতীয় দলের সাথে জড়িত সকলকে করোনা টেষ্ট করাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে করোনা টেস্টে করিয়েছিল ফুটবল ফেডারেশন।

কিন্তু দুঃখের সংবাদ এই যে তাদের ২৪ জনের মধ্যে ১৮ জন ই হয়েছেন করোনা পজিটিভ। যার কারণে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই অনুশীলন শুরু আগে জাতীয় দল সহ জাতীয় দলের সাথে জড়িত সকল স্টাফদের কে করোনা টেস্ট করাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘পুরো দলের মাঝে একজন করোনা আক্রান্ত হলেই সেটি কিন্তু ভয়ের কারণ। কেননা তার মাধ্যমে এটি অন্যদেরও মাঝেও সেটি ছড়াতে পারে। এজন্য আমরা খেলা ফেরাতে তাড়াহুড়া করিনি। সবসময় সতর্ক ও পরিস্থিতি বুঝতে চেষ্টা করেছি। এখনো তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। ক্রিকেটারদের করোনা টেস্ট আমাদের পরিকল্পনারই অংশ। শ্রীলঙ্কা সিরিজ চূড়ান্ত হলেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় আমরা ক্রিকেটারদের টেস্ট করাবো।’

‘শুধু ক্রিকেটার কোচ নয়; তাদের সহযোগিতা করার জন্য প্রত্যক্ষভাবে যত মানুষ কাজ করবে সবার করোনা পরীক্ষা করা হবে। তাদের খাবার সরবরাহকারী, টিম বয়, মাঠকর্মী থেকে শুরু করে যাদেরই নিয়মিত খেলোয়াড়-কোচদের কাছাকাছি আসার প্রয়োজন পড়বে তাদের সবারই পরীক্ষা নেওয়া হবে। আশা করছি এক সপ্তাহের মধ্যই স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ড সূচি চূড়ান্ত করবে। তারপরই আমরা করোনা টেস্ট করিয়ে খেলোয়াড়দের ক্যাম্পে আনব।’

‘আবাসিক ক্যাম্পের কথাই আমরা ভাবছি। একাডেমি ভবন বা হোটেলে থাকবে তারা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করছি। তারা খেলোয়াড়দের কীভাবে নিরাপদ রেখেছে সেটিও আমরা জানার চেষ্টা করছি। সার্বিক দিক বিচার-বিশ্লেষণ করে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো সবাইকে সুরক্ষিত রাখতে।’‍

তিন ম্যাচের টেস্ট সিরিজ সহ আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জুলাইয়ে বাংলাদেশকে শ্রীলঙ্কার আতিথেয়তা দেওয়ার ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিবি। করোনা সংক্রমণ রোধে এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। সম্প্রতি বাংলাদেশেও প্রকোপ কিছুটা কমে আসায় অন্ধকার সরিয়ে স্থগিত হয়ে যাওয়া সিরিজটি দেখতে যাচ্ছে আলোর মুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin