রবিবার, ১৯ মে ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

পাকিস্তানের বোলিং তান্ডবে দিশেহারা ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৯১ Time View

প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বোলিং তান্ডবে দিশেহারা ইংল্যান্ড। টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৩২৬ রানে অল আউট হওয়ার পর ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে ৬২ রানেই চার উইকেট হারিয়েছে। ইংল্যান্ডের স্কোর ২৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯২ রানপাকিস্তানের পক্ষে ৭ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। এছাড়া শাহীন আফ্রিদি ও ইয়াসির শাহ নিয়েছেন একটি করে উইকেট।

পাকিস্তানের প্র্রথম ইনিংসে ৩১৯ বলে ১৮ চার আর ২ ছক্কায় গড়া শান মাসুদের দেড়শ রানের চোখ ধাঁধানো ইনিংসটি থামার পর যেন হাঁফ ছেড়ে বাঁচল ইংলিশরা। কিছুতেই যে আউট করা যাচ্ছিল না এই বাঁহাতিকে। একটা প্রান্ত ধরে ধরে এগিয়ে যাচ্ছিলেন।

ওল্ড ট্রাফোর্ডে সেই ওপেনিংয়ে নেমে দলের নবম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন শান মাসুদ। এর মধ্যে কতজন এসেছেন আর গেছেন। একমাত্র বাবর আজম ছাড়া বলার মতো কিছু করতে পারেননি টপ অর্ডারের কেউ।

বাবর আজমের ৬৯ রানের ইনিংসের পরও অবশ্য একটা সময় ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল পাকিস্তান। সেখান থেকে লোয়ার অর্ডারের শাদাব খানকে নিয়ে ১০৫ রানের বড় জুটি গড়েন শান মাসুদ। দলীয় ২৮১ রানের মাথায় শাদাব ৪৫ করে ফিরলে ভাঙে এই জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin