রবিবার, ১৯ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

আইপিএলে না খেলার সিদ্ধান্তে দারুণ খুশি : মিচেল স্টার্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৯৩ Time View

বর্তমান সময়ে ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বিধ্বংসী ফাস্ট বোলার অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। আর এই কারনেই অস্ট্রেলিয়া শুধু তাকে স্পেশাল টুর্নামেন্ট এবং স্পেশাল দ্বিপাক্ষিক সিরিজ খেলার অনুমতি দেয়। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই গতিময় বোলার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবছরের আইপিএলকে না বলে দিয়েছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইন্ডিজের প্রস্তুতি হিসেবেই আইপিএলকে না বলে দিয়েছিলেন মিচেল স্টার্ক। সবকিছু ঠিক থাকলে এ বছর মার্চে শুরু হতে পারত আইপিএল। কিন্তু করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসছে ১৩তম আইপিএল। ওদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপও পিছিয়েছে এক বছর। তবু এবারের আইপিএল না খেলার সিদ্ধান্তে খুশি স্টার্ক।

আইপিএলের ব্যাপারে কোনো আফসোস নেই। বরং খোলাখুলিই মনের কথাটা জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার, ‘জানি, যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা খুবই চমৎকার এবং এখন আইপিএল আরেকটা নতুন সময়ে শুরু হচ্ছে। কিন্তু না, আমি এটা বদলাতে পারব না। সেপ্টেম্বরে যখন আইপিএল শুরু হবে আমি তখন গ্রীষ্মের ছুটি কাটাতে প্রস্তুত হব।’

নিজের সিদ্ধান্ত নিয়ে এতটুকু দুঃখ নেই স্টার্কের, ‘আগামী বছরের আইপিএলও খুব কাছেই এসে পড়েছে এবং আমি যদি খেলতে চাই অথবা লোকে আমাকে আইপিএলে চায় তাহলে অবশ্যই ব্যাপারটা বিবেচনা করব। কিন্তু এই বছরের জন্য যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আমার জন্য খুবই স্বস্তিদায়ক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin