শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৭ অপরাহ্ন

বন্যা নিয়ে আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৩৩০ Time View

সড়ক উপচে ঢুকছে বানের পানি। ভাঙছে সড়কের সড়কের পর সড়ক। বাড়ছে বন্যা কবলিতদের দুর্দশা। বন্যা পরিস্থিতি উন্নতির দিকে গেলেও আবারও বন্যা নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (০৩ আগস্ট) আবহাওয়া অধিদফতর আগস্ট মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার

পূর্বাভাসে জানায়, আগস্টের মাঝে ভারী বৃষ্টিপাতের কারণে এ মাসের শেষ নাগাদ ফের স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগস্টে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি

বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে। আরো পড়ুনঃ স্পষ্ট হয়ে উঠছে বন্যার দগদগে ক্ষত দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হয়ে মধ্যভাগ নাগাদ স্বাভাবিক হয়ে আসতে পারে। এ মাসের শেষার্ধে মৌসুমী ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও

দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আরো পড়ুনঃ বন্যাকবলিত ৩৩ জেলা, মৃত্যু ৪৩ জনের অন্যদিকে ১ আগস্ট এক পূর্বাভাসে আগামী ১০ দিনের (১০ আগস্ট পর্যন্ত) বিষয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলেছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি ৭ আগস্টের মধ্যে

কমতে পারে। আগামী সাতদিনে কুড়িগ্রাম, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বাড়তে পারে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট,

মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকুল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে আগামী সাতদিন পানি ক্রমান্বয়ে কমতে পারে। যার ফলে আগামী সাতদিনে এসব জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin