রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তামিম ইকবাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৮৯ Time View

লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। আজ (শনিবার) বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তামিম।

দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডন পৌঁছাবেন তিনি। তামিম ইকবালকে বিমানবন্দরে বিদায় জানান জাতীয় দলের খেলোয়াড়দের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠক ওয়াসিম খান।

এদিকে যুক্তরাজ্য সরকারের নিয়মানুযায়ী লন্ডন পৌঁছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তামিম। তাকে আগে নিজ খরচে থাকতে হবে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে। এ সময়ের মধ্যে তার মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা না দিলেই বাইরে বের হওয়ার অনুমতি পাবেন।

কিছুদিন ধরেই বুকে ব্যথা অনুভব করছেন তামিম ইকবাল। বিভিন্ন পরীক্ষা করেও রোগ ধরা পড়েনি তামিম ইকবালের। তাই এখন বাধ্য হয়ে চিকিৎসার জন্য লন্ডন যেতে হচ্ছে তাকে।

এবারের আইপিএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনজন

আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের আইপিএলে দেখা যাবে না বাংলাদেশী কোনো ক্রিকেটারকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকার কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তবে কোন ক্রিকেটার না থাকলেও এবারের আইপিএলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন তিনজন।

কারা সেই তিনজন? বাংলাদেশ ক্রিকেটের তিন সাপোর্টিং স্টাফ বুলবুল আহমেদ, সেন্টু ও খলিল খান যাচ্ছেন আইপিএলে। সেন্টু ও বুলবুল বল থ্রোয়ার। খলিল খান ম্যাসেজ ম্যান। বাংলাদেশের এ তিন সাপোর্টিং স্টাফ নিজেদের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন আইপিএলে।

বুলবুল বলেন,‘আইপিএল হচ্ছিল না দেখে কিছুটা খারাপ লাগছিল। এটা আমার কাছে অনেক বড় কাজের সুযোগ। শেখার সুযোগ। গত সপ্তাহে যখন শুনলাম তখন ভালো লাগছিল।’ প্রায় একই প্রতিক্রিয়া সেন্টুর,‘আমারও ভালো লাগছে। অনেকদিন অপেক্ষায় ছিলাম। এখন সেখানে যাওয়ার সুযোগ হচ্ছে।’

জাতীয় দলের অনুশীলনে নিয়মিত থাকেন বুলবুল আহমেদ। সেন্টু ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ। জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনের সুপারিশে সানরাইজার্স হায়দরাবাদে চাকরি হয়েছে দুইজনের।

বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন সানরাইজার্স হায়দরাবাদেও একই কাজ করছেন দীর্ঘদিন। শ্রীনিবাস দুই থ্রোয়ারের ভিডিও পাঠান হায়দরাবাদের কোচিং স্টাফদের। ভারত থেকে সবুজ সংকেত পাওয়ার পর দুই থ্রোয়ারের চাকরি নিশ্চিত হয়েছে।

দুইজনই নিজেদের অর্জনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। বুলবুল বলেন,‘আমার বস খালেদ মাহমুদ সুজন স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এখানে তার জন্যই।’ সেন্টু বলেন,‘সুজন স্যারের জন্য আমি আজ এ পর্যায়ে। উনি আমাকে সব শিখিয়েছেন। শ্রীনিকেও ধন্যবাদ। যেদিন বলল এরকম সুযোগ আছে সেদিন থেকেই আমি উচ্ছ্বসিত ছিলাম।’

শুধু টেস্ট সিরিজ নয় শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের সাথে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য প্রস্তাব করছে বাংলাদেশ

বেশ কয়েকদিন ধরেই কথাবার্তা হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ার কারণে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই এই সিরিজ নিয়ে কথাবার্তা হয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে।

তবে তিন ম্যাচের টেস্ট সিরিজের সাথে আরও কিছু ম্যাচ যুক্ত করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গুঞ্জন উঠেছে তিন ম্যাচের টেস্ট সহ তিনটি ওয়ানডে অথবা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করার জন্য শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ইতিমধ্যেই মাঠে ক্রিকেট ফিরাতে স্বল্পপরিসরে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধারণা করা হচ্ছে এদের পরে বড় পরিসরের কন্ডিশনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। গুঞ্জন উঠেছিল সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কা সিরিজে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সিরিজ আয়োজন করতে চাইলেও তা পিছিয়ে নেওয়ার চিন্তা করছে। সেপ্টেম্বরের পরিবর্তে অক্টোবরের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজন করতে চায় শ্রীলংকা। এমনটাই জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী। তার কারণ আগামী ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

পাঁচটি দল, কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। এরই মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে রাজি হয়েছেন। ১০ বিদেশি কোচও পাঁচটি দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সোমবার শ্রীলঙ্কা ক্রিকেটের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেখানে লঙ্কান প্রিমিয়ার লিগ সবুজ সংকেত পায়। আগস্টের শুরু থেকেই লিগ চালু করতে চেয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্কার কাজ চলায় লিগ পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আয়োজকরা।

পাঁচ দল নিয়ে শুরু হবে শ্রীলঙ্কার এই টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ। নিলামের মাধ্যমে খেলোয়াড়দের দলে ভেড়াবে ফ্র্যাঞ্জাইজিরা। সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার রাখা যাবে স্কোয়াডে।

চারজন খেলানো যাবে একাদশে। ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। চারটি আন্তর্জাতিক ভেন্যু প্রেমাদাসা, রনগিরি, পাল্লাকেল্লে ও সুরিয়াওয়া মাহিন্দ্রা রাজাপাকসে স্টেডিয়ামে ম্যাচগুলি আয়োজন হবে।

জীবাণুমক্ত পরিবেশে লিগ শুরু করতে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট। টুর্নামেন্টের উত্তেজনা বাড়াতে মাঠে ২০ ভাগ দর্শক ঢোকার অনুমতিও দেবে আয়োজকরা। টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই অক্টোবরের প্রথম দিকে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin