রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

ব্যাট-প্যাড নিয়ে অনুশীলনে নেমে পড়লেন মোহাম্মদ আশরাফুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩০২ Time View

চার মাস ঘরে বসে থাকার পর অবশেষে ব্যাট-প্যাড নিয়ে মাঠে নেমে পড়লেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বন্ধ হয়ে যাবার পর ঘরে বসেই নিজের ফিটনেস ঠিক রেখেছেন মোহাম্মদ আশরাফুল।

তবে ব্যক্তিগত ভাবে অনেকেই ব্যাট-বল নিয়ে মাঠে নেমে পড়েছেন অনুশীলনের জন্য। আজ থেকে অনুশীলন করা যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সহ বাংলাদেশের সাতটি স্টেডিয়ামে।

নিজের উদ্যোগে গতকাল ব্যাট-প্যাড নিয়ে অনুশীলনে নেমে পড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। নিজের বাসা বনশ্রীর পাশে আফতাবনগরে খেলার মাঠটিকে ক্রিকেট উপযোগি করে তুলেছেন ক’দিন আগেই।

নিজের উদ্যোগেই করেছেন তিনি এই কাজটা। গতকাল বিকালে সেখানে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন মোহাম্মদ আশরাফুল। যার একটি ভিডিও তিনি গতকালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেন।

এ ব্যাপারে এক অনলাইন গণমাধ্যমকে আশরাফুল বলেন, ‘বাসার সামনে আফতাব নগর খেলার মাঠে ফিল্ডিং,ব্যাটিং করেছি। এই মাঠে গড় চার-পাঁচ বছর ধরে আমি নিয়মিত অনুশীলন করি। ১২০ দিন পর অনুশীলনে নামলাম। গোড়ান ক্রিকেট একাডেমীর একদল ছেলে আমার অনুশীলনে সহায়তা করেছে।

১০ দিন ধরে মাঠটা ঠিক করেছি। পিচটকে ঠিক করেছি।একদিন আগে রোল ও করা হয়েছে।ইস্টার্ন হাউজিং লিমিটেডের সঙ্গে কথা বলে তাদেরকে পিচটা রোল করে দিতে অনুরোধ করেছিলাম। ওরা হেভি রোলার পাঠিয়ে পিচটা রোল করে দিয়েছে।

এই চার মাস কিন্তু টুকটাক বাসার ছাদে ব্যাটিং করেছি। তাই আমার কাছে কোন কিছু নুতন মনে হয়নি। ঠিক-ঠাক মতো ব্যাট করতে পেরেছি। অভিজ্ঞ ক্রিকেটারদের ক্ষেত্রে দীর্ঘদিন পর অনুশীলন করা কঠিন হবে বলে মনে হয় না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin