রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

কারওয়ানবাজার সরিয়ে নেয়া হবে: মেয়র আাতিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ২১৩ Time View

কারওয়ানবাজারকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে এখানে আন্তর্জাতিক মানের নতুন একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা চাচ্ছি কারওয়ানবাজারকে কীভাবে একটি আধুনিক মার্কেট করা যায়। কারওয়ানবাজারকে সরিয়ে এখানে অত্যাধুনিক হাব বিজনেস সেন্টার হবে। সেই পরিকল্পনা আমরা করে ফেলেছি। এক্ষেত্রে আমি সবার সহযোগিতা চাই।

শনিবার রাজধানীর কারওয়ানবাজারে জনসচেতনতামূলক ১০ দিনব্যাপী ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক আরো বলেন, প্রত্যেকটি মার্কেটের সামনেই ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ও ‘নো মাস্ক, নো সার্ভিস’ কথাগুলো স্পষ্টভাবে লিখে রাখতে হবে। এ সংক্রান্ত ব্যানার দৃশ্যমান থাকতে হবে, সেই সঙ্গে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।

ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে শপিং মল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে আজ থেকে একযোগে শুরু হওয়া এই ক্যাম্পেইন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin