শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

আন্দোলন কখনো বৃথা যাবে না: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপশক্তি আন্দোলনকে কিছুদিন বাধা দিয়ে রাখতে পারে। কিন্তু তার স্রোতকে আটকে রাখা যায় না। জনগণের আন্দোলন যদি আর্দশ, ন্যায় ও গণতন্ত্রের পক্ষের হয়, সেই আন্দোলন কখনো বৃথা যাবে না। এটাই হচ্ছে ইতিহাসের রেকর্ড।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আন্দোলনের স্রোতের ধারা যতই আসবে—ততই আন্দোলন পরিপূর্ণ হবে। তারা (সরকার) পরাজিত হবে। আর কখন এ পরিস্থিতি আসবে, সেটা বলা যায় না।’

নতুন কর্মসূচি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের নেতারা প্রতিদিন বসছেন। কর্মসূচি ঠিক করে তারা জানাবেন। আর আমরা কর্মসূচি ও আন্দোলনের মধ্যেই আছি।’

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বিএনপি ও সমমনারা এ নির্বাচনে অংশ না নিয়ে সরকার পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে গেছে। এবার আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে পরিকল্পনা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin