শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন

জিয়া হত্যাকাণ্ডের বিচার করতে না পারা বিএনপির বড় ব্যর্থতা : সাঈদ খোকন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩২২ Time View

বিএনপি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার করতে না পারা তাদের জন্য বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

৩১ মে বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

সাঈদ খোকন বলেন, ‘গতকাল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। বিএনপি তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচারই চায়নি। বিচার হবে কোথায় থেকে? যেটা হয়েছে সেটা সেনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে।

তিনি বলেন, কিছু মুক্তিযোদ্ধা অফিসারকে ফাঁসিতে ঝোঁলানো হয়েছে। এই বিচার করতে না পারা একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রকাশ্য আদালতে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার করতে না পারা বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা।

তিনি আরও বলেন, আজ যদি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার প্রকাশ্য আদালতে হত বাংলাদেশের মানুষ জানতে পারত কারা এরই হত্যাকাণ্ডে জড়িত ছিল। কেন এই হত্যাকাণ্ড ঘটেছিল। কী ছিল তার উদ্দেশ্য ও রহস্য। এই হত্যাকাণ্ড আজও রহস্যময়ী হয়ে রয়েছে। দেশের মানুষ জানতে চায়, কেন বিচার হলো না। জনগণ আশা করে বিএনপি বিষয়টি স্পষ্ট করবে। আমি এটা বলতে চাই না বিএনপি এর সঙ্গে জড়িত ছিল।

সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার প্রচলিত আইনেই করেছে। ইচ্ছে করলে তিনি প্রচলিত আইনের বাহিরে গিয়েও করতে পারতেন। বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা ছিল। তিনি যুদ্ধাপরাধীদের বিচারও প্রচলিত আইনে করেছেন। রায়ও কার্যকর করেছেন।

তিনি বলেন, ‘আমার নেত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বে অন্যতম দু:খী দরিদ্র, নিপীড়িত ও নির্যাতিত মানুষের নেত্রীতে পরিণত হয়েছেন। শেখ হাসিনাকে আমাদের দেয়ার মতো কিছু নেই। তিনি বাবা-মাসহ জীবনের সবকিছু হারিয়েছেন। আমাদের দেয়ার আছে শুধু বুক ভরা ভলোবাসা।’

ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন। সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সমন্বয়কারী মোহাম্মদ সাদেক মিঠু, সালাহউদ্দিন আহমেদ তুহিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin