শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

করোনা আল্লাহর পক্ষ থেকে আ’জাব: এমপি হারুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩২৫ Time View

মা’নুষের ওপর অ’ত্যাচার বেড়ে গেছে, সমাজে বেড়ে গেছে অ’নাচার। স’র্বস্তরে ক্ষ’মতাসীনরা ধ’রাকে সরা জ্ঞান করছেন। দু’র্নীতি-লুট’পাটে চা’রদিক ভরে গেছে। এসব কা’রণে আ’ল্লাহর পক্ষ থেকে ক’রোনা নামক এই আ’জাব এসে আছড়ে পড়ছে আ’মাদের ওপর। কিন্তু তারপরও আমরা স’তর্ক না হয়ে উ’ল্টো বলতে থাকি, আমরা না’কি ক’রোনার চেয়েও শ’ক্তিশালী! হা’স্য’কর এসব ম’ন্তব্য থেকে বিরত থেকে এখনই স’র্বশক্তিমান আল্লাহর কাছে আ’ত্ম’সমর্পণ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মো. হা’রুনুর রশীদ জা’তীয় সংসদে সম্পূরক বা’জেটের ওপর আ’লোচনায় অংশ নিয়ে গতকাল সোমবার এসব কথা বলেন।

তিনি বলেন- দাম্ভিকতা, অ’হংকার দিয়ে এই আজাব থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। এই ক্রা’ন্তিকাল অ’তিক্রমের একমাত্র পথ আ’ল্লাহর কাছে নিজেদেরকে সম্পূর্ণ আ’ত্মসমর্পন করা। আমরা যদি আমাদের পাপের জন্য আ’ল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারি তাহলে হয়তো এই আজাব থেকে আমাদের মু’ক্তি মিলবে। তাই আসুন, যে যার অবস্থান থেকে আরো বেশি বি’নয়ী হয়। মানুষের ওপর অ’ত্যাচার ব’ন্ধ করি, লু’টপাট বন্ধ’ করি।

সংসদ সদস্য মো. হা’রুনুর রশীদ আরো বলেন, যুগে যুগে মহান আল্লাহ তা’য়ালা পৃ’থিবীতে অনেক আ’জাব দিয়েছেন। কিন্তু আমার কাছে এটাকে স’বচেয়ে বড় আ’জাব মনে হচ্ছে। কারণ পূ’র্বের সব আ’জবই এসেছে অঞ্চল কিংবা গো’ত্রকেন্দ্রিক। মানুষ বাঁ’চার জন্য চাইলে অন্য অ’ঞ্চলে গিয়ে আ’শ্রয় নিতে পা’রতো, কি’ন্তু এখন তাও সম্ভব হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin