বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় কক্সবাজারের ইউপি চেয়ারম্যান ও অস্ত্র, মাদকসহ একাধিক মামলার আসামিকে শাহজাহাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শাহজাহান কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং কক্সবাজারের সাবেক সাংসদ আব্দুর রহমান বাদির ভাতিজা। তার বাড়ি টেকনাফের লেংগুর বিল গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন এর সেকেন্ড অফিসার খায়রুল ইসলাম বলেন,তার নামে অস্ত্র মাদক সহ একাধিক মামলা রয়েছে। তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।