শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:০১ অপরাহ্ন

সরকারের উদাসীনতায় অসংখ্য প্রাণ ঝরছে : ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৩৬০ Time View

সরকারের উদাসীনতায় একের পর এক দূর্ঘটনায় ‘অগ্নিকান্ডে’ অসংখ্য প্রাণ ঝরছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার আরমানীটোলায় অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গণমাধ্যমে এক সংবাদ বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, আজ রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলার আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে এপর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী।

‘অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। অতীতে পুরান ঢাকার চুরিহাট্টা ও নিমতলীসহ বিভিন্ন আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে অসংখ্য হতাহতের ঘটনা ঘটলেও সরকার ও সিটি কর্পোরেশন এই সব অগ্নিকান্ডের পুনরাবৃত্তিরোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন থেকেছে।’ ঘটনার পর পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও এপর্যন্ত সেসব পদক্ষেপ আলোর মুখ দেখেনি। সরকারের এহেন উদাসীনতায় একের পর এক দূর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে বলেও জানান ফখরুল।

বিএনপি মহাসচিব অবিলম্বে আবাসিক এলাকসমূহ থেকে কেমিক্যাল গোডাউনসহ দাহ্য পদার্থের গোডাউন অপসারণ এবং হতাহতদের ক্ষতিপূরণের দাবি জানান।

পুরান ঢাকার আরমানীটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডে ৫ জনের প্রাণহানি এবং ১৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন ফখরুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin