শনিবার, ১৮ মে ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ ৬ সিদ্ধান্ত !!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৭ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করেন-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড.

খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু। সভায় আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেসব

বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা হলো- ক। গত ০৪ সেপ্টেম্বর ২০২০, নারায়ণগঞ্জ শহরের তল্লা এলাকায় একটি মসজিদে এসি বিস্ফোরণের ফলে প্রায় ২১ জন মুসুল্লি নিহত হয় এবং প্রায় ৫০ জন অগ্নিদগ্ধ হওয়ায় সভায় শোক প্রকাশ করা হয় এবং নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করা হয়। সভায় শোকসন্তপ্ত

পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। এই ধরণের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দূর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয়। খ। পাবনা-৪ আসনের নির্বাচন মনিটরিংয়ের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ

টুকুকে আহবায়ক করে ‘কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটি’ গঠন করা হয়। এতে আহ্বায়ক- ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য-জাতীয় স্থায়ী কমিটি সদস্য সচিব- রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক-রাজশাহী বিভাগ ১। সদস্য-এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস ২। সদস্য- নাজমুল হক নান্নু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ৩।

সদস্য- শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক-রাজশাহী বিভাগ ৪। সদস্য- এ কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক এমপি ৫। সদস্য-সেলিম রেজা হাবিব, সাবেক এমপি ৬। সদস্য- সিরাজুল ইসলাম সর্দার, সাবেক এমপি ৭। সদস্য- হাবিবুর রহমান তোতা, সদস্য-কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি ৮। সদস্য- হাসান জাফির তুহিন, সদস্য সচিব-কৃষক

দল, কেন্দ্রীয় কমিটি গ। জাতীয় সংসদ উপ-নির্বাচন ঢাকা-৫, নওগাঁ-৬, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে আগামী ১২ সেপ্টেম্বর ২০২০ বিকেল ৫টায় দলীয় পার্লামেন্টারী বোর্ডের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগ্রহী প্রার্থীগণ আগামী ১০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয়

মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আগ্রহী প্রার্থীগণের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। ঘ। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এই ঘটনা দেশের বর্তমান আইন

শৃঙ্খলা পরিস্থিতির নাজুক ও ভংগুর অবস্থা প্রমাণ করে। এই হামলার সঙ্গে সরকারী দলের অঙ্গ সংগঠন যুবলীগের সন্ত্রাসীরা প্রত্যক্ষভাবে জড়িত মর্মে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবী জানানো হয়। এধরণের হামলা প্রমাণ করে এই সরকারের শাসনামলে দেশের কোন নাগরিকই নিরাপদ নয়-এমনকি প্রশাসনও নিরাপদ নয়। সভায় দেশের প্রতিটি নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin