মাদক মুক্ত সমাজ গড়তে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা চাইলেন টাঙ্গাইলের মির্জাপুর থানায় সদ্য যোগদাকৃত অফিসার ইনচার্জ (ওসি ) মো. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার রাতে মির্জাপুর থানায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এই সহযোগতিা চান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন, মির্জাপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পেসক্লাব সদস্য সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সমকাল সাংবাদিক অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন ও বিভিন্ন পত্রিকার স্থানীয় সাংবাদিকবৃন্দ।
নবনিযুক্ত ওসি সায়েদুর রহমান বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ নিরলশভাবে কাজ করে যাচ্ছে। তবু এই কাজে সর্বোচ্চ সাফল্য অর্জনে পুলিশের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সতসফুর্ত অংশগ্রহন প্রয়োজন। তারমধ্যে সাংবাদিকদের ভুমিকা অত্যাধিক গুরুত্বপুর্ণ বলে তিনি মন্তব্য করেন।