শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

মরচুয়ারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ১৯৩০ Time View

মরচুয়ারি

মোহাম্মদ মোকলেছুর রহমান

 

মরচুয়ারি মরদেহ রাখে মরা মারেনাকো সে,

চোরা কারবারি চরে রাতে, ভয় করেনা রাক্ষসে।

নির্মল করো মঙ্গল প্রভূ! দান করো কিছু সুখ,

রাজ্যে রাজ্যের ব্যভিচার আর রাজ্যের মহাঅসুখ।

বুঝিতে রহিল বাকি  হালখাতা না কি খালকাটা!

না কি ঢের বেশী তুঘলকি ওসব করিয়া

ফায়দা কি হে সাধু সাবধানী -শয়তান?

কায়দা করিয়া পারিবে কি নিতে লোকের দিলে স্থান?

আকাশে পাতিয়া কান বোবা বধির বুদ্ধিজীবী নিজে রহে সাবধান।

কি কহিতে কি কহিবে ঠাহর করিতে পারে না সে

বুদ্ধিজীবী হয়েও বুদ্ধি প্রতিবন্ধী অবশেষে।

কোনোদিন কেউ তাহার তরে কোনক্রমে কাঁদিবে না,

রাজনৈতিক নেতার জন্য পত্নীও কাঁদে না।

রাজা মহারাজা রাজা বনে গেলে জনগণে হানে যাহা,

আস্তাকুঁড়ে গেলে মহারাজা ফিরিয়া পাইবে তাহা।

চিরতরে মোরা মরিবোনা তবে চিরকাল মরে রবো,

পত্তন দিতে দিতে অবশেষে বর্গা চাষীই হবো।

যে ‘মা’রে মারে আপন হস্তে বেহেশতে যাবে না সে,

ডাইনি ‘মা’ ও জাহান্নামী সন্তানে ভালোবেসে।

আল্লাহ্ নাম জ’পি করি চুরি আল্লাহ্ তে ভরসা

চুরির অর্থ দান করিয়া গড়ো মসজিদ মাদ্রাসা।

তেপোতায় দিয়া ভোগ ভূতের বাপের শ্রাদ্ধ

করিয়া ঢাকিলি সব অভিযোগ।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin