অতীতের স্মৃতিময় দিন গুলি পিছুটানে নারীদের,
কেমন করে ভূলে থাকি প্রাণের প্রিয় বেগম রোকেয়া তোমাকে।
যে মিনার গড়েছো তুমি নারীর হৃদয় মাঝে,
ভূলে যাওয়ার কোন মন্ত্র আজও জানা নেই নারীর কাছে।
তুমি ছিলে তুমি থাকবে নারীর মন সারাক্ষণ তাই চাই,
এ পাওয়ার কোন সাধ্যতো আমরা নারীর নাই।
ভালোবাসি বড় ভালোবাসি বেগম রোকেয়া তোমাকে,
কেমন করে সুধালে! বুঝবে তুমি নারী জাতিকে।
তুমি শত যাতনা সয়ে বানিয়েছো আমাদের দেবী,
কলংকের ছোঁয়া যেন লেপন না করে নারীর জীবন ছবি।
মন সে তো পুতুল নয় দঁড়ি দিয়ে বেঁধে রাখা যাায়,
তাই অতীত প্রতিক্ষণ পোড়ায় নারীর হৃদয় বেগম রোকেয়া,
তোমার অবদান স্মরণে রেখে নারী,
জীবন বাহিত করছে অবশেষে।