তুমি কি আসবে তবে হালকা গোলাপী,
নয়তো নীল সাজে এসো অপেক্ষায় থাকবো আমি।
তুমি কি সত্যিই আসবে তবে চুল গুলো না বেঁধেই এসো,
বৈশাখী বাতাসে এলোমেলো হয়ে কৃষ্ণচূড়ার তলে একটু ভালোবেসো।
তুমি যদি এসো হাতের কোমলতায় ছুঁয়ে দিও,
হঠাৎ বৃষ্টিঝড় যদি আসে না হয় ভিজেই যাবে,
তবু থেকো। তুমি যদি এসো কি চাও ইশারায় বলে দিও,
হৃদয় পূর্ণ, শুধু তোমারি জন্য এক সমুদ্র প্রেম সবটুকু নিও।