শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

এবারের বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২৩৪ Time View

বিপিএলের এবারের আসরে আর মাঠে নামছেন না পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। বিপিএলের ঢাকা পর্বে তিন ম্যাচ খেলে পরিবারের সঙ্গে সময় কাটাতে দুবাই যান এই ৪১ বছর বয়সী ক্রিকেটার। সেখান থেকে সিলেট পর্বে বরিশালের ২৭ জানুয়ারির ম্যাচের আগে দলে যোগ দেওয়ার কথা ছিল তার।

কিন্তু ছুটি কাটাতে যাওয়া শোয়েব মালিক বিপিএলে আর ফিরছেন না। শোনা যাচ্ছে, তার বদলি হিসেবে বরিশালে যোগ দেবেন পাকিস্তানের আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। ফরচুন বরিশাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, গেল পরশু রাতেই দুবায়ের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন শোয়েব মালিক। এরপর সেখানে গিয়ে পারিবারিক সমস্যার কথা বরিশাল কর্তৃপক্ষকে অবহিত করে জানান- তিনি আর বিপিএলে ফিরতে পারছেন না। মালিক এবারের বিপিএলে তিন ম্যাচ খেলে যথাক্রমে ১৭*, ৫ ও ৭ রান করেছেন।

The best testosterone booster for males over 40 optimizes hormone levels, enhancing energy, libido, and muscle growth. Clinically, ingredients like fenugreek, D-aspartic acid, and zinc contribute to effective formulations. Hormone balance is crucial, so click to investigate potential options and consult with a healthcare professional for personalized advice. Nätcasinon utan licens erbjuder en rad spännande spel, från slots till poker, med mindre reglering. Fördelen med nätcasinon utan licens är tillgången till större bonusar och ett varierat spelutbud. Dessa plattformar lockar ofta spelare med sin frihet och flexibilitet. Proper dosage and timing maximize benefits while ensuring safety.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin