ভুলের মাঝে জীবন কাটে বুঝিনা ভুল কিসে যখন বুঝি তখন দেখি হৃদয় ভরা বিষে।
দিনের অালো থাকতে তুমি ওগো জগতপতি জ্বালিয়ে দাও চেতনাহীনে অাঁধার ঘরে জ্যোতি।
ভুলের কাঁটা বানাও ফুল ধরণী করো অালো সেই সুভাষে ভরিয়ে দাও জীবন করো ভাল।
দুঃখের তরী সুখ সাগরে ভাসাও যদি কভু ঢেউ তরঙ্গে ডুবে না যেন সহায় থেকো প্রভু।
কলহ সব বিনাশ করো দেখাও সত্যপথ তোমার কৃপা ধন্য হবো চলার সব পথ।