দাবদাহে পুড়ছে দিল্লি। আজ সোমবার ভারতের রাজধানী শহরের অনেক অংশের তাপমাত্রা ৪৬.২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।
তবে দিল্লির দাবদাহ অচিরেই কমবে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
ভারতের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা জানিয়েছে, হরিয়ানা, দিল্লি ও উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু এলাকায় দাবদাহ সতর্কতা জারি করা হয়েছে।
রবিবারও দিল্লির অনেক এলাকায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল।
জলবায়ু পরিবর্তনের ফলে দিল্লিসহ ভারতের অনেক অঞ্চলে আগের তুলনায় অনেক বেশি মাত্রায় দাবদাহ দেখা দিয়েছে।
সূত্র: এনডিটিভি