শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

১২ ফেব্রুয়ারি থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৮৭ Time View

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এক ঘণ্টার এ পরীক্ষা ওইদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়।

সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় ১১ হাজার আসনের বিপরীতে অনলাইনে ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আগামী দু-একদিনের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তি বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অন্যান্য বছরের মতো এবারও একই থাকবে ভর্তি প্রক্রিয়া। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির আবেদন করতে পারবেন।

সারাদেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে মোট আসন ৬ হাজার ৪৮৯টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin