বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় সহায়তা ঘোষণা বাইডেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ Time View

জাতিসংঘের ৭৭তম সাধারণ সভায় এক প্রতিবেদনে যখন বিশ্ব জুড়ে শুধু খাদ্যের অভাবেই প্রতি ৪ সেকেন্ডে একজনের মৃত্যুর তথ্য জানানো হলো, তখনই বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলায় ২.৯ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

একইসঙ্গে তিনি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতার রাশিয়ার যুদ্ধকে দায়ী করেছেন। হোয়াইট হাউসের মতে, রাশিয়ার কারণে ক্রমবর্ধমান খাদ্য, সার এবং জ্বালানীর মূল্য বৃদ্ধি পাচ্ছে। এতে ক্ষুধা নিয়েও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের ৭৭ তম অধিবেশনের বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই মন্তব্য করেছেন।

ইউক্রেন যুদ্ধের শেষ দেখতে চায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বাইডেন বলেন, উপযুক্ত শর্তে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ সমাপ্ত চায়। সেই শর্ত যেখানে আমরা সবাই স্বাক্ষর করেছি– খেয়ালের বশে কোনো দেশের অঞ্চল দখল করা যাবে না। তবে রাশিয়া এই নীতির বিপক্ষে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

 

বক্তব্যের শুরুতে বাইডেন বলেন, গেল বছর বিশ্ব ব্যাপক বিপর্যয় দেখেছে। এখন এক ব্যক্তির নৃশংস ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ প্রত্যক্ষ করছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক প্রসিদ্ধ সদস্য (রাশিয়া) প্রতিবেশী দেশে আক্রমণ করেছে। মস্কো লজ্জাজনকভাবে জাতিসংঘের সনদের মৌলিক নীতিমাল লঙ্ঘন করেছে।

সূত্র : ব্লুমবার্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin