শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে গুনতে হবে টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৭৬ Time View

মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে টেলিগ্রামের জনপ্রিয়তা ধীরে ধীরে বেড়েই চলেছে। বর্তমানে অ্যাপসটির স্বক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৫০০ মিলিয়ন। জনপ্রিয়তা বাড়তে থাকায় চলতি মাস থেকে পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালুর সিদ্ধান্ত নিয়েছে টেলিগ্রাম। এমনটিই জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা পাভেল দুরভ।

এক ব্লগপোস্টে পাভেল দুরভ বলেন, যারা অর্থের বিনিময়ে টেলিগ্রামের প্রিমিয়াম পরিষেবা গ্রহণ করবেন, তাদের জন্য চ্যাট এবং ফাইল আপলোডের সীমা বেশি থাকবে। আরেও বলেন, পেইড সাবস্ক্রিপশন প্ল্যান চালুর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই টেলিগ্রামের অর্থ তার ব্যবহারকারীদের কাছে থেকে আসবে, বিজ্ঞাপন থেকে নয়। তথ্য অনুসারে, বিশ্বে সেরা দশটি ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে একটি টেলিগ্রাম অ্যাপ।

মেসেঞ্জার, ইন্সটাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপের পাশাপাশি মার্কিন টেলিগ্রাম একটি আদর্শ কলিং ও মেসেজিং অ্যাপ। অসংখ্য ফিচারে ভরপুর এই অ্যাপটি।

টেলিগ্রাম অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট সুবিধা। পিসি, লিনাক্স, ম্যাক বা ব্রাউজার থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইওএস এমন কোনো অপারেটিং সিস্টেম নেই যেখানে ব্যবহার করা যায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin