বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন

সেবকরা এখন শোষকে পরিণত হয়েছে : অলি আহমদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০২২
  • ২৩৫ Time View

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ‌‘দেশের সেবকরা এখন শোষকে পরিণত হয়ে গেছে। এই শোষক শ্রেণির হাত থেকে দেশকে মুক্ত করা প্রয়োজন। সেই মুক্তির জন্য আশা করছি, শিগগিরই দেশে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। জাতীয় সেই সরকার এসে দেশের বিধ্বস্ত গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে আবারও সেবক প্রতিষ্ঠানে রূপান্তর করবে। মানুষের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করা হবে। তারপরই দেশে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হবে।’

আজ বৃহস্পতিবার নিউইয়র্কে উড্স-সাইডস এলাকার হলিডে ইন কুইন্স হোটেলে এলডিপির নিউইয়র্ক শাখা নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এতে এলডিপি নিইউইয়র্ক শাখার আহ্বায়ক জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এলডিপির কেন্দ্রীয় মহাসচিব ড. রেদোয়ান আহমদ, নিইউইয়র্ক শাখার সদস্য সচিব জাকির হোসেন, সেখানকার স্থানীয় নেতা মোহাম্মদ রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. অলি আহমদ বলেন, ‘যতদিন পর্যন্ত দেশের ভেতরের ভেঙে পড়া গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনরায় সঠিক অবস্থানে ফিরে না আসবে, তাদের সেবামূলক কার্যক্রম শুরু করতে না পারবে- ততদিন পর্যন্ত জাতীয় নির্বাচন আয়োজনের কোনো মূল্য নেই। এজন্য বর্তমান সরকারের বিদায়ের মাধ্যমে যত দ্রুত সম্ভব একটি জাতীয় সরকার গঠন করতে হবে। সে লক্ষ্য অর্জনে এলডিপিসহ সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে এলডিপির নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।-বিডি প্রতিদিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin