মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

এ বছরও হচ্ছে না আয়কর মেলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৭১ Time View

মহামারি করোনা পরিস্থিতির তেমন উন্নতি না হওয়ায় এ বছরও আয়কর মেলা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় নভেম্বর মাসজুড়ে কর সেবা প্রদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা এবার মেলা করতে পারছি না। এর পরিবর্তে গত বছরের মতো সার্কেল ও কর অঞ্চলগুলোতে মেলার পরিবেশ নিয়ে আসবো।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের ৩১টি কর অঞ্চলে ৬৪৯টি সার্কেলে গতবারের মতো এবারও ১-৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। তবে কয়েক জায়গায় বিশেষ সেবা বুথ দিচ্ছি। যেমন ঢাকায় সরকারি কর্মকর্তাদের জন্য কর অঞ্চল ছাড়াও সচিবালয়ে একটি বুথ করেছি।

সরকারি চাকরিজীবীদের সময় বাঁচানোর সুবিধার্থে ১-১৪ তারিখ সচিবালয়ের বুথে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবা পাবেন। এছাড়া তারা আয়কর রিটার্ন দিতে পারবেন অফিসার্স ক্লাবেও। সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসে ৯-১০ নভেম্বর, দুদিন রিটার্ন জমা দিতে পারবেন। ২৪ নভেম্বর সর্বোচ্চ কর প্রদানকারী ১৪১ জনকে সম্মাননা প্রদান করা হবে।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৪ লাখের বেশি মানুষ ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন। ২০২০-২১ অর্থবছরে নিবন্ধনের এ সংখ্যা ১৩ লাখ। এ পর্যন্ত মোট ৬৭ লাখ ৯২ হাজার ব্যক্তি ই-টিআইএন রেজিস্ট্রেশন নিয়েছেন।

এ সময়, টিআইএন রেজিস্ট্রেশনের প্রবৃদ্ধি সন্তোষজনক হলেও রিটার্ন দাখিল বাড়েনি কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টিআইএন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও আমরা এখনো কঠোর হচ্ছি না। আমরা চাই করদাতারা নিজ উদ্যোগে রিটার্ন দাখিল করুন। আমরা ডোর টু ডোর সার্ভে শুরু করেছি। তবে করোনার কারণে বন্ধ ছিল।

রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin