শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

এক নজরে আর্জেন্টিনার অলিম্পিক দল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৮৬ Time View

ফুটবলপ্রেমীদের চোখ এখন টকিও অলিম্পিকের দিকে। ছেলেদের ফুটবলে মোট ১৬ দলের খেলা হবে। যেখানে খেলবে – ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো আন্তর্জাতিক ফুটবলে শক্তিশালী সব দল। এরইমধ্যে অলিম্পিকের জন্য দল চূড়ান্ত করেছে আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ ফার্নান্দো বাতিস্তা।

অলিম্পিকের নিয়ম অনুযায়ী, ২৪ এর বেশি তিনজন খেলোয়াড় রাখা যাবে দলে। কিন্তু সুযোগ পেয়েও বেশি বয়সি ৩ জন না নিয়ে একজনে ভরসা রেখেছেন কোচ ফার্নান্দো। আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে গত মৌসুমে স্প্যানিশ ক্লাব কাদিজে ধারে খেলা গোলকিপার জেরেমাই লেদেসমাকে দলে টেনেছেন তিনি।

গোলবার সামলানোর জন্য একটু অভিজ্ঞ খেলোয়াড়ই পছন্দ আর্জেন্টাইন কোচের।
একনজরে আর্জেন্টিনার অলিম্পিক দল

গোলকিপার: হোয়াকিন ব্লাসকেস (তাল্লেরেস), লওতারো মোরালেস (লানুস), জেরেমাই লেদেসমা* (রোজারিও সেন্ট্রাল)।

ডিফেন্ডার: এর্নার দে লা ফুয়েন্তে (ভেলেজ সার্জফিল্ড), মার্সেলো এরেরা (সান লরেঞ্জো), নেহুয়েন পেরেস (আতলেটিকো মাদ্রিদ), লিওনেল মোসেভিচ (আর্জেন্টিনোস জুনিয়র্স), ফাকুন্দো মেদিনা (লাঁস), ফ্রান্সিসকো ওর্তেগা (ভেলেজ), ক্লদিও ব্রাভো (পোর্টল্যান্ড টিম্বার্স)

মিডফিল্ডার: ফস্তো ভেরা (আর্জেন্টিনোস জুনিয়র্স), সান্তিয়াগো কলম্বাত্তো (লেওন), টমাস বেলমন্তে (লিডস ইউনাইটেড), মার্টিন পায়েরো (ব্যানফিল্ড), থিয়াগো আলমাদা (ভেলেজ সার্জফিল্ড), এজেকিয়েল বার্কো (আটালান্টা ইউনাইটেড),

ফরোয়ার্ড: কার্লোস ভালেনসুয়েলা (বারাকাস সেন্ট্রাল), পেদ্রো দে লা ভেগা (লানুস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), এগুস্তিন উরজি (ব্যানফিল্ড), আদোলফো গাইস (সিএসকেএ মস্কো), এজেকিয়েল পন্স (স্পার্তাক মস্কো)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin