শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১০ অপরাহ্ন

আ’লীগ নেতার মেয়েকে বিয়ের আসর থেকে তুলে নেওয়া চেষ্টা ছাত্রলীগ নেতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২৬ Time View

পিরোজপুর শহরের ৫নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাড়িতে জেলা ছাত্রলীগ নেতা সদলবলে উপস্থিত হয়ে বিয়ের আসর থেকে কলেজ পড়ুয়া মেয়েকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে ভণ্ডুল হয়ে গেছে ওই বিয়ের আসর। ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার

সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের জন্য মেয়ের বাবা প্রস্তুতি নিছেন বলে জানা গেছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর শহরের শিক্ষা অফিস সড়কে এ ঘটনা ঘটে। পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কনের বাবা দেলোয়ার হোসেনের অভিযোগসহ প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে দেলোয়ারের নিজ

মেয়ের বিয়ের আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা (বরপক্ষ) দেলোয়ারের বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে আসেন। আকদ অনুষ্ঠান শুরুর আগেই পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার

চেষ্টা করে। এ সময় মেয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায় এবং পিস্তল বের করে ভয় দেখায়। ওই সময় উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাধা দেন। মেয়েকে অপহরণ করতে না পেরে বরপক্ষকে নানা হুমকি দেয় তারা। এ ঘটনার পর বরপক্ষের লোকজন ভয়ে বিয়ে বন্ধ করে বাড়িতে থেকে ফিরে যান। এ সময় অনিরুজ্জামান অনিক তার সাথে থাকা আব্দুল আলীম

ও শাওনকে নিয়ে কনের বাবাকে হুমকি দেয়। বলে, তার মেয়েকে জনৈক আবুল কালামের ছেলে আব্দুল আলীম ছাড়া অন্য কারও সাথে বিয়ে দেয়া যাবে না। যদি বিয়ে দেয়া হয় বাসর ঘরে মেয়ের স্বামীকে হত্যা করে লাশ গুম করা হবে এবং মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হবে। দেলোয়ার হোসেন এ ঘটনাটি পিরোজপুর পৌর মেয়রসহ আওয়ামী লীগ

নেতৃবৃন্দকে অবহিত করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এরপর খবর পেয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েপক্ষকে অভয় দেয়ার চেষ্টা করেন। তারপরও দেলোয়ারের পরিবারকে ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে জানান তিনি। আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেনে আরো জানানা, এ ঘটনায়

ছাত্রলীগ সাধারণ সম্পাদক অনিক, আব্দুল আলীম ও শাওনসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ পিরোজপুর সদর থানায় করা হয়েছে। অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক মেয়ে অপহরণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, তার এক বন্ধুর জন্য পারিবারিকভাবে বিয়ের বিষয়ে কথা

বলতে গিয়েছিলেন। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সোবাহান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কনের বাবা দেলোয়ার হোসেন থানায় দিয়ে গেছেন। তবে এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ থানায় আসলে সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin