শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

ধর্ম ও রাষ্ট্র আওয়ামী লীগের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ : পরিকল্পনা প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৩ Time View
নওফেল হাসান মায়াব্বিজ :  পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন বলেছেন ধর্ম হোক কিংবা রাষ্ট্র আওয়ামী লীগের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ।
২০ সেপ্টেম্বর(মঙ্গলবার) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন এর আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ” যারা ১৯৬৯ এর আওয়ামী লীগ বিশ্বাস করে তারা সাম্প্রদায়িক দাঙ্গায় অংশ নিতে পারে না।সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানোদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ করতে হবে। যারা ফেসবুক ব্যবহার করে কাঁদা ছোড়াছুড়ি, মিথ্যাচার, অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছেন তাদের প্রতি প্রশাসনের দৃষ্টি রাখতে হবে।”
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
আরোও বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ হেদায়েদ উল্লাহ , সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর,গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্ল্যাহ প্রধান, উপজেলা হিন্দু খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু বাবু, সাধারণ সম্পাদ শ্যামল দাস, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা এনামুল হক, সাংবাদিক মমিনুল ইসলাম প্রমুখ ৷
এসময় মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, মতলব উত্তর উপজেলা যুবলীগ সদস্য কাজী হাবিবুর রহমান , ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, ১০ নং পূর্ব ফতেপুর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক এম রাসেল বাবু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জালাল উদ্দিন, মোহাম্মদ মুরাদ, ইমরান হোসেন, রিপন সরকার, শাওন সরকার, আলী হোসেন বেপারি, শাহাদাতসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin