মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৮৩৫ Time View

বাংলাদেশের খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার মধ্যরাতে ঘুমন্ত অবস্থাতেই মারা যান জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে ডাকার পর না উঠলে তাকে স্কয়ার হাসপাতালে নেন স্বজনরা।

অধ্যাপক জামিলুর রেজার নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ যোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদে হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে। ১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্ম নেন জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অধ্যাপনা শেষে তিনি সর্বশেষ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর এ দেশে যত বড় বড় ভৌত অবকাঠামো তৈরি হয়েছে, তার প্রায় প্রতিটির সঙ্গেই তিনি কোনও না কোনোভাবে জড়িত থেকেছেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজার কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ একুশে পদক সম্মাননা লাভ করেন। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই শিক্ষানুরাগী। দেশ বিদেশে বিভিন্ন অবদানের জন্য সমাদৃত জামিলুর রেজা চৌধুরীর ৬৫ টি গবেষণা প্রবন্ধ রয়েছে।

২০১৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেন। পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দ্বায়িত্ব পালন করেন তিনি। সবশেষ তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin