শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন

স্ত্রীকে তালাক না দেওয়ায় শিকলে বন্দী মিল্টন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১২৬৯ Time View

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীকে তালাক না দেওয়ায় মিল্টন হোসেন (৩২) নামের এক যুবককে লোহার শিকলে বেঁধে রাখার অভিযোগ ওঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগকারী রাবেয়া খাতুন (৩০) মিল্টনের স্ত্রী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তাড়াশ পৌর এলাকার রঘুনিলী গ্রামে এই ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসমাইল হোসেনের বসতবাড়ির একটি বারান্দায় লোহার শিকলে বাঁধা রয়েছেন ওই যুবক। মিল্টনের দুই হাত, দুই পা ও কোমরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। পৃথক ৩টি শিকলে ঝুলছে বড় বড় ৩টি তালা।

এই বিষয়ে জানতে চাইলে মিল্টন বলেন, বৃহস্পতিবার রাতে বাবা-মা ও বোন মিলে আমাকে নির্যাতন করে বেঁধে রেখেছেন।

মিল্টনের স্ত্রী রাবেয়া খাতুন জানান, তার শ্বশুর বাড়ির লোকজন তাকে তালাক দেওয়ার জন্য তার স্বামীকে মারপিট করে এভাবে বেঁধে রেখেছেন।

তবে মিল্টনের বাবা ইসমাইল হোসেন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমার ছেলে মিল্টন মাদকাসক্ত, তাই তার নির্যাতন ঠেকাতে বেঁধে রাখা হয়েছিল।

এদিকে ২টার দিকে মিল্টনকে শিকলে বেঁধে রাখার খবর পেয়ে তাড়াশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাপস কুমার তাকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে ভর্তি করে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin