সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২০ অপরাহ্ন

চির নিদ্রায় ভারতের চন্দ্রযানের ল্যান্ডার ও রোভার?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১১২ Time View

ফের শুরু হয়েছে চন্দ্রপৃষ্ঠের নতুন রাত। আঁধার নেমেছে চন্দ্রভূমিতে। সেই আঁধারেই তলিয়ে যাওয়ার দশা হয়েছে ভারতের চন্দ্রযান-৩ এর দুই অংশ ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের।

সফল মিশনের পর প্রায় দুই সপ্তাহজুড়ে ইসরোর কাছে নানা তথ্য উপাত্ত পাঠায় চন্দ্রযানটি। এরপর রাত নামে চাঁদের দুনিয়ায়। আর সেই রাতেই চার্জ ফুরিয়ে আসায় বিক্রম ও প্রজ্ঞানকে পাশাপাশি ঘুম পাড়িয়ে দেয় ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির আশা ছিল চন্দ্র দিবস এলেই সূর্যের আলোক ছোঁয়ায় ফের জেগে উঠবে বিক্রম ও প্রজ্ঞান।

তবে সেই আশায় গুঁড়েবালি। পুরো চন্দ্র দিবস ফুরিয়ে গেলে ঘুম ভাঙেনি চন্দ্রযানের দুই অংশের। তাই ফের রাত নামায় চন্দ্রযানের আশা একরকম ছেড়েই দিয়েছে ইসরো। যদিও সংস্থাটি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

তবে সংস্থাটির বিজ্ঞানীরা বলছেন, ল্যান্ডার ও রোভারের ঘুম ভাঙার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin