মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৩৭৫ Time View

হিমালয় কন্যা নেপালে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের সেমিফাইনালে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টা ১৫ মিনিটে।

টুর্নামেন্টের প্রথম আসরে সেমিফাইনাল ও দ্বিতীয় আসরের ফাইনাল খেলে বাড়ি ফিরেছিল বাংলাদেশ । আগের দুই আসরের পারফরম্যান্সের উত্তরণ তো বলছে এবার ট্রফি নিয়েই ঘরে ফিরবে যুবারা । তবে সে স্বপ্ন পূরণে লাল-সবুজ জার্সিধারী যুবাদের সামনে আর দুটি বাঁধা । একটি সেমিফাইনাল ও অপরটি ফাইনাল। সেই লক্ষ্যে আজ প্রথম বাঁধা ভুটানকে টপকাতে হবে বাংলাদেশের।

এই টুর্নামেন্টের আগের দুই আসরেও দেখা হয়েছিল বাংলাদেশ ও ভুটানের। দুইবারই জয়ী দলটির নাম বাংলাদেশ। ২০১৫ সালে এই নেপালেই ২-০ গোলে ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশি যুবারা।

উল্লেখ্য, টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে একই দিনে বিকাল ৩ টায় মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। বাংলাদেশ ভুটানকে হারাতে পারলে এ দুই দলের যেকোন একদলের সাথে খেলবে ফাইনাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin