রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন

এইচএসসির প্রথম দিনে ৫৫২২ পরীক্ষার্থী অনুপস্থিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২১৫ Time View

বন্যার কারণে চট্টগ্রাম ব্যতিত দেশের সাধারণ আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব বোর্ডে মোট ৯ লাখ ৪৬ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩২২ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫২২ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, অনুপস্থিতির হারে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ দিনাজপুর শিক্ষা বোর্ড। এই বোর্ডে শূন্য দশমিক ৭৩ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সবচেয়ে কম অনুপস্থিতি ঢাকা শিক্ষা বোর্ডে, শূন্য দশমিক ৪৮ শতাংশ।

প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দু’জন, বরিশাল ও রাজশাহী শিক্ষা বোর্ডের একজন করে পরীক্ষার্থী রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin