রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:১৭ পূর্বাহ্ন

বিশ্বের দ্রুততম প্রসেসর আনল ইন্টেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ২৭০ Time View

বাজারে বিশ্বের দ্রুততম প্রসেসর নিয়ে এসেছে ইন্টেল। যার মডেল কোর আই৯-১৩৯০০কেএস। অন্যান্য প্রসেসর থেকে পাওয়ার ও টার্বো স্পিডের দিক থেকে নতুন এই প্রসেসর অধিক উন্নত। ৬.০ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সি সমর্থন করায় এই প্রসেসর বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম ডেস্কটপ প্রসেসরের খেতাব পেয়েছে। মূলত ডেস্কটপে ভারী লোডিং কাজের জন্য এই নতুন প্রসেসর।

ইন্টেলের নতুন এই প্রসেসরে রয়েছে ৩৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ এবং ২০টি পিসিএলই লেনসহ ২৪টি কোর রয়েছে। নতুন চিপের সিপিইউ ইন্টেলের থার্মাল ভেলোসিটি বুস্ট প্রযুক্তি ব্যবহার করে ওভারক্লকিং ছাড়াই সর্বাধিক ৬.০ গিগাহার্টজ টার্বো ফ্রিকোয়েন্সিতে ক্লক করতে পারবে। যার ফলে লেটেস্ট প্রসেসরটি দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি আউট-অফ-দ্য-বক্স পারফরমেন্সে দেবে।

প্রসেসরের সিপিইউ স্পিড অনেকটা বেশি হওয়ায় অন্যান্য ডেস্কটপ চিপের তুলনায় বেশি বিদ্যুত্ খরচ হবে। ইন্টেলের কোর আই৯-১৩৯০০কে প্রসেসরের বেস পাওয়ার ছিল ১২৫ ওয়াট। যেখানে এই প্রসেসর ১৫০ ওয়াট পাওয়ার সাপোর্ট করে। আর সর্বাধিক টার্বো পাওয়ার ব্যবহার করা হলে, ডেস্কটপটি ২৫০ ওয়াটেরও বেশি বিদ্যুত্ ব্যবহার করবে।

সম্প্রতি এএমডি তাদের ফ্ল্যাগশিপ রাইজেন ৯ প্রসেসর ঘোষণা করে, যা ইন্টেলের নতুন প্রসেসর সিস্টেমের তুলনায় অনেক দুর্বল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin