শনিবার, ১১ মে ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

ঈদের ছুটিতে বিদেশ যাচ্ছেন হাজার হাজার বাংলাদেশি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১৯০ Time View

করোনার কারণে গত দুই বছর বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ছিল নানা বিধিনিষেধ। তবে বাংলাদেশের করোনা পরিস্থিতির উন্নতি ও ব্যাপক টিকাদান কর্মসূচির কারণে পৃথিবীর বিভিন্ন দেশ এখন বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। সেই সুযোগে ঈদে ভারত, থাইল্যান্ড, দুবাইসহ বিভিন্ন দেশে যাচ্ছেন বাংলাদেশি পর্যটকরা। তবে ভিসাসহ নানা জটিলতায় ঈদের ছুটিতে বিদেশ যাওয়া পর্যটকের সংখ্যা এখনও খুব বেশি নয় বলে ট্যুর অপারেটররা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের সময় যেহেতু অনেকে লম্বা ছুটি পান, এ কারণে অন্য সময়ের তুলনায় এসময় বিদেশগামী পর্যটকদের সংখ্যা বেশি থাকে। ঈদের সময় বোনাস বাবদ অনেকের কাছেই বাড়তি কিছু অর্থ আসে। সে অর্থ পর্যটন খাতে ব্যয় করতে পছন্দ করেন অনেকে। গত এক দশক ধরে উচ্চবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত মানুষেরা দেশের বাইরে ঈদ করতে ছুটছেন। এবার অন্তত পাঁচ লাখ বাংলাদেশি ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণে যাবেন। যার মধ্যে চিকিৎসাসহ ভ্রমণের জন্য ভারতে যাবেন বেশিরভাগ বাংলাদেশি।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সি অব বাংলাদেশের (আটাব) প্রেসিডেন্ট এস এন মান্জুর মোরশেদ মাহবুব জাগো নিউজক বলেন, দুই বছর পর মানুষ করোনার ভয়মুক্ত পরিবেশে ঈদ পালন করছে। পর্যটন কেন্দ্রগুলোতেও এবার সাড়া ভালো। তবে দেশের ভেতরে পর্যটনটা একটু ভালো হলেও আউটবাউন্ড ট্যুরিজমটা সেরকম হচ্ছে না।

তিনি বলেন, ভিসা জটিলতা, ডলারের মূল্যবৃদ্ধিসহ নানা কারণের মানুষ এখনও উৎসবের ছুটিতে বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। সময় লাগবে। তবে ধীরে ধীরে আউটবাউন্ড ট্যুরিজমটা বাড়বে।

আটাব প্রেসিডেন্ট বলেন, অনেকে ভারতে চিকিৎসার জন্য যাচ্ছেন। পাশাপাশি ঈদের ছুটি কাটাতেও যাচ্ছেন। থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, মালদ্বীপেও যাচ্ছেন অনেকে, তবে এসব দেশে কম যাচ্ছেন।

ট্যুর অপারেটররা বলছেন, করোনার ধাক্কা ও ব্যবসা-বাণিজ্য মন্দা থাকায় এবার বিদেশগামী বাংলাদেশি পযটকের সংখ্যা কম। ভিসা জটিলতাসহ নানা কারণে অনেকেই দেশের থাকতে চাইছেন।

সম্প্রতি ফেসবুকে বিভিন্নজন ছবি দিয়েছেন। এসব ছবিতে দেখা গেছে, ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড়। সড়ক, রেল ও বিমানপথে বহু বাংলাদেশি এরই মধ্যে ভারতে পৌঁছেছেন। গত রোববার চার হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

বিদেশ ভ্রমণের বিষয়ে ইউএস-বাংলার গণসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, করোনার কারণে দীর্ঘদিন ভারতসহ সব দেশে পর্যটন ভিসা বন্ধ ছিল। এখন বাংলাদেশ থেকে ভিসা দেওয়া শুরু করেছে ভারত। এবার ঈদের লম্বা ছুটিতে দেশের বাইরে বেড়াতে যেতে আগ্রহী। সহজে ভিসাপ্রাপ্তি, কম সময়ে যাওয়া-আসাসহ অল্প খরচের কারণে অনেকের প্রথম পছন্দ ভারত। তবে মালদ্বীপসহ অন্যান্য দেশেও ছুটছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin