শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

বিদেশি সাহায্য ছাড়াই বাজেট তৈরি করছে তালেবান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৫৩ Time View

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত কোনো বাজেট পেশ করেনি তালেবান। এর আগেই দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি থেকে পরিত্রানে আফগানিস্তানে মানবিক সহায়তার দাবি করেছে। কিন্তু কোনো সাহায্য ছাড়াই তালেবান সরকারের অধীন দেশটির অর্থ মন্ত্রণালয় জাতীয় বাজেটের খসড়া প্রস্তুত করেছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দুই দশকের মধ্যে এই প্রথম তালেবান শাসনের অধীনে কোনো বাজেট ঘোষণা আসতে যাচ্ছে। যাতে থাকছে না কোনো ধরনের বিদেশি সহায়তা।

গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মাত্র একবার বেতন পেয়েছে। তবে তারা বেতন পাবে বলে আশ্বাস দিয়েছে তালেবান সরকার।

তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পশ্চিমা দেশ ও দাতা সংস্থাগুলো আফগানিস্তানে আর্থিক সহায়তা স্থগিত করে দেয়। ফলে সঙ্কট আরও জটিল আকার ধারণ করে।

সেইসঙ্গে বিদেশে থাকা আফগানিস্তানের রিজার্ভও আটকে দেওয়া হয়েছে। এমন অবস্থায় বিদেশি সহায়তা ছাড়াই বাজেট ঘোষণার বিষয়টিকে অকল্পনীয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

খসড়া বাজেটটি প্রস্তুত করার বিষয়টি প্রকাশ করেছেন আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হাকমাল। যদিও এ ব্যাপারে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin