রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

জলবায়ু সম্মেলনে বাইডেনের ‘ঘুম’, ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩১৬ Time View

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৬। খুবই গুরুত্বপূর্ণ এই সম্মেলন ১ নভেম্বর থেকে শুরু হয়েছে স্কটল্যান্ডের গ্লাসগোতে। বহুল প্রত্যাশিত এ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপের ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ শতাধিক দেশের সরকারপ্রধান। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানেই  ঘুমিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট!

তার এই ঘুমানোর একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জলবায়ু সম্মেলনে বাইডেনের চারদিকে বিশ্বনেতারা বসা। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণ চলছে। এর মধ্যেই ঘুমের কারণে চোখ খোলা রাখতে রীতিমতো লড়াই করতে হচ্ছে বাইডেনকে। পরে এক সহযোগী এসে এমন বিব্রতকর পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করেন।

সম্মেলনে অধিকারকর্মী এডি এনডোপুর বক্তব্যের সময় অন্তত দুই বার ঘুমিয়ে পড়েন ৭৮ বছর বয়সী বাইডেন। পরে অবশ্য টানা ১২ মিনিট বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্র : ফোর্বস, খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin