শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

মমতার নতুন মন্ত্রিসভার শপথ আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৫০ Time View

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ আজ সোমবার। বেলা পৌনে ১১টার সময়ে শপথ নেবেন মন্ত্রীরা।

এদিকে করোনা পরিস্থিতির কারণে শপথগ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বর। তবে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সভায় রয়েছে একাধিক নতুন মুখ।

জানা যায় , স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তর ফের নিজের হাতেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় জায়গা না হলেও ফের অর্থমন্ত্রী হচ্ছেন অমিত মিত্রই। আগামী ছয় মাসের মধ্যে তাকে জিতিয়ে আনার সম্ভাবনা রয়েছে।

নতুন ও পুরনো মিলিয়ে মন্ত্রিসভা গঠন হওয়ার সম্ভাবনা থাকলেও বাদ পড়েছেন অনেকেই।তালিকায় রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রী রয়েছেন ৯ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন।

নতুন মন্ত্রিসভায় পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন। সেই সঙ্গে এবার ১৭ জন নতুন মুখ দেখা যাবে। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্য দিকে, কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রর।

বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হচ্ছেন বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।

এক নজরে মমতার মন্ত্রিসভা:

পূর্ণমন্ত্রী

১. সুব্রত মুখোপাধ্যায়।

২. পার্থ চট্টোপাধ্যায়।

৩. অমিত মিত্র।

৪. সাধন পাণ্ডে।

৫. জ্যোতিপ্রিয় মল্লিক।

৬. বঙ্কিম চন্দ্র হাজরা।

৭. মানস ভুঁইঞা।

৮. সৌমেন কুমার মহাপাত্র।

৯. মলয় ঘটক।

১০. অরুপ বিশ্বাস।

১১. উজ্জ্বল বিশ্বাস।

১২. অরুপ রায়।

১৩. রথিন ঘোষ।

১৪. ফিরহাদ হাকিম।

১৫. চন্দ্রনাথ সিনহা।

১৬. শোভাদেব চট্টোপাধ্যায়।

১৭. ব্রাত্য বসু।

১৮. পুলক রায়।

১৯. শশী পাঁজা।

২০. গুলাম রব্বানি।

২১. বিপ্লব মিত্র।

২২. জাভেদ আহমেদ খান।

২৩. স্বপন দেবনাথ।

২৪. সিদ্দিকুল্লা চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

১. বেচারাম মান্না

২. সুব্রত সাহা।

৩. হুমায়ূন কবীর।

৪. অখিল গিরি।

৫. চন্দ্রিমা ভট্টাচার্য।

৬. রত্না দে নাগ।

৭. সন্ধ্যারানী টুডু।

৮. বুলু বারিক।

৯. সুজিত বসু।

১০.ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রী

১.দিলীপ মন্ডল

২.শিউলি সাহা

৩.আখরুজ্জামান

৪.শ্রীকান্ত মাহাত

৫. ইয়াসমিন সাবিনা

৬. বিরবাহা হাঁসদা

৭. জ্যোৎস্না মান্দি

৮.অধিকারী পরেশ চন্দ্র

৯.মনোজ তিওয়ারি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin