শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পূর্বাহ্ন

করোনা নিয়ে কবিতা লিখেছেন ও আবৃত্তি করলেন কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩২১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাস নিয়ে একটি কবিতা লিখেছেন ও আবৃত্তি করেছেন।

শুক্রবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে কবিতা আবৃত্তির ভিডিওটি পোস্ট করা হয়।

সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে জানান, কবিতাটি ওবায়দুল কাদের নিজেই লিখেছেন ও আবৃত্তি করেছেন।

ওবায়দুল কাদেরের লেখা কবিতাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

সুনামির মতো বিধ্বংসী আলোড়ন তুলে

করোনা এসেছে পৃথিবীজুড়ে

কোভিডে কাঁপছে আজ সারা পৃথিবী

কাঁপছে আমেরিকা, কাঁপছে লাতিন আমেরিকা

কাঁপছে আফ্রিকা, কাঁপছে এশিয়া

ভারত কাঁপছে, কাঁপছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ

জীবনের এক অচিন্তনীয় অবিশ্বাস্য কঠিন লড়াই

জরুরি শয্যার জন্য দুনিয়াজুড়ে হাহাকার

সম্মুখসারির যোদ্ধারা সামাল দিতে হিমশিম

দেশে দেশে সংক্রমণ কেবল বাড়ছেই

বাড়ছে মৃত্যুর হার

কত আপন মানুষ এরই মধ্যে

করোনার কাল গ্রাসে চিরদিনের মতো বিদায় নিয়েছে

এই আলোছায়ার সুন্দর পৃথিবী ছেড়ে

সন্তান হারানোর কান্না

স্বামী হারানো বধূর ফরিয়াদে

বোন হারা ভাইয়ের আর্তনাদে

সারা পৃথিবীর আকাশ ভারী

নতুন নতুন ধরন এসে ভয়ংকর রূপ নিয়েছে করোনা

এই তো সেদিন আমাদের কাছের মানুষ

মতিন খসরুর শেষ বিদায়ের বিষাদ সংবাদ পেলাম

এক দিনেই সর্বোচ্চ ৯৬ জন চলে গেল মৃত্যুর মিছিলে

সকালে ঘুম ভাঙলেই নতুন নতুন মৃত্যুর সংবাদ আর সংক্রমণ খবর

জীবনে যারা এত কাছের মানুষ

প্রাণঘাতী প্যান্ডেমিক তাদের কত দূরে সরে নিয়ে যায়

এ রোগীদের কাছে আসতে ভয়

ফুল জোটে না কফিনে

মৃতের সৎকারেও আপন মানুষেরা কাছে ভেড়ে না

দূর থেকে কেবল নিশ্চিত শূন্যতায় হৃদয় ভারাক্রান্ত হয়

করোনা প্রতিরোধে সারা দুনিয়ায় আজ লকডাউন চলছে

চলছে রাত্রিকালীন কারফিউ

পৃথিবীজুড়ে গরিব আরও গরিব হচ্ছে

বাড়ছে নিঃস্ব মানুষ, ভাসমান মানুষ

বাড়ছে কর্মহীন বেকারদের দীর্ঘ মিছিল

বাংলাদেশে লকডাউন মানতে চায় না মানুষ

মাস্ক পরতেও নিদারুণ অনাগ্রহ

স্বাস্থ্যবিধির প্রতি সাংঘাতিক অবহেলা

ভ্যাকসিনেও হার মানছে না করোনা

এ ভয়ংকর ভাইরাসকে হারাতেই হবে

স্বাস্থ্যবিধির শাণিত হাতিয়ারই কেবল হারাতে পারে প্রাণঘাতী করোনাকে

করোনা দিনে দিনে হয়ে উঠছে আরও হিংস্র

আরও প্রতিশোধপরায়ণ

তবু মানুষ সর্বত্রই বেপরোয়া

আর হাটেবাজারে ফেরিঘাটে

বেপরোয়া মানুষের ছুটন্ত মিছিল চোখে পড়ে প্রতিদিন

সরকারি বিধিনিষেধ পুরোপুরি মানছে না মানুষ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক আহ্বানেও উপেক্ষা

নানা ফাঁকফোকরে শহর থেকে গ্রামের দিকে অনিশ্চিত অভিযাত্রা

যেন বিরাম নেই

অপ্রয়োজনীয় ঘোরাঘুরির প্রবণতাও অপ্রতিরোধ্য

আসুন আমরা অদৃশ্য এই শত্রু করোনার বিরুদ্ধে

ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলি
সম্মিলিত শক্তি দিয়ে আসুন আমরা প্রতিহত পরাজিত করি

প্রাণঘাতী করোনাকে

সময়ের সাহসী কান্ডারি শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ী হই

ভুলে গেলে চলবে না

সরকারকে ফাঁকি দিলেও করোনাকে ফাঁকি দেওয়া যায় না

সামান্য উদাসীনতায় এ সংক্রমণে অকালমৃত্যু অনিবার্য হয়ে উঠতে পারে

করোনা এখন তরুণদেরও ছাড়ছে না

করোনার করাল গ্রাস থেকে ধনী দরিদ্র, বড় ছোট কারও রেহাই নেই

এখন আর কোনো রাজনীতি নয়

এখনকার রাজনীতি হচ্ছে সচেতনতার দুর্গ গড়ে তোলা

করোনাকে প্রতিরোধ করা

আসুন আমরা দলবল শ্রেণি পেশা নির্বিশেষে

আমাদের সকলেই সুরক্ষার স্বার্থে

প্রাণঘাতী করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে অবতীর্ণ হই

জয় আমাদের হবেই ইনশা আল্লাহ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin