বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন

এক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিতে নোয়াখালীতে ছুটে এলেন রাব্বানী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৭ Time View

রতিবন্ধী মাকে আর্থিক সহায়তা করে পিতৃহীন আট বছরের শিশু শুভ চন্দ্র সূত্রাধরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক জিএস গোলাম রাব্বানী৷

শনিবার (৫ সেপ্টেম্বর) নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্লাহ ইউনিয়নে বসবাসকারী অসহায় পরিবারটিকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করেন গোলাম রাব্বানী ও নোয়াখালী ৪ আসন (সদর-সুবর্ণচর) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরী৷ ওই শিশুর পড়াশোনার দায়িত্বও নেন গোলাম রাব্বানী৷

শুভর একমাত্র উপার্জনক্ষম বাবা যখন মারা যায়, প্রতিবন্ধী (হাঁটতে অক্ষম) মা এবং আরও দুই বোনকে নিয়ে মানবেতর দিন পার করছিল তারা৷ কোনও পথ না দেখে বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে কাজে যায় অবুঝ শিশুটি৷ পরিবারটির কষ্টের কথা তুলে ধরে সম্প্রতি গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ এরপর বিষয়টি দৃষ্টিগোচর হলে সাহায্যের আশ্বাস দেন গোলাম রাব্বানী৷

তিনি ‘টিম পজেটিভ বাংলাদেশ নামের একটি অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ সাহায্য পরিবারটির হাতে তুলে দেন৷ সংগঠনটি মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত বলে জানান রাব্বানী৷

ওই পরিবারের হালধরতে কাজে যায় শুভ৷ তখন বাধ্য হয়ে স্কুল ছাড়তে হয় তাকে৷ এ সহযোগিতা পাওয়ায় পরিবারটির আয়ের সুযোগ তৈরী হবে বলে আশা করছে পরিবারটি৷ এখন শুভ এবং তার দুই বোন স্কুলে যেতে পারবে বলে জানান শিশুটির মা৷

জানতে চাইলে হাসি মুখে শুভ’র মা সীমা রানী শীল বলেন, ‘কোনও উপায় না দেখে আমার অবুঝ শিশুকে বাধ্য হয়ে কাজে পাঠাই৷ ছেলেটার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়৷ যে সহযোগিতা পেয়েছি, তা দিয়ে আয় তৈরী করা যাবে৷ শুভ এখন স্কুলে যেতে আর কোনও বাঁধা নাই৷ তাকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে চাই৷ পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য গোলাম রাব্বানীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি৷

এর আগে কয়েকজন ব্যক্তি পরিবারটিকে দু মাসের খাবার কিনে দিয়েছে বলেও জানায় শুভর মা৷

ঢাকা থেকে আর্থিক সহায়তা দিতে এসে গোলাম রাব্বানী বলেন, ‘অর্থাভাবে কোনও শিশু শিক্ষা থেকে বঞ্চিত হওয়া অত্যন্ত দুঃখজনক৷ গণমাধ্যমে শুভ’র পরিবার সম্পর্ক জানতে পারি৷ পরে আমাদের সংগঠন টিম পজিটিভ বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতা করার কথা ভাবি৷ যে অর্থ সহায়তা করেছি, তা দিয়ে শুভ’র পরিবার আশা করি চলতে পারবে৷ তার শিক্ষার সমস্ত খরচ আমি বহন করব৷ ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকবো৷’

এসময় আরো উপস্থিত ছিলেন, চর আমান উল্লাহ ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবু লিটন চন্দ্রদাস, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন সুমনসহ সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin