শুক্রবার, ১০ মে ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন

যে কারনে আ’ত্মহ’ত্যা করেছেন তরুণ মডেল ও অভিনেত্রী লরেন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৪৬ Time View

আ’ত্মহ’ত্যা করেছেন তরুণ মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। বিনোদন অঙ্গনে তাঁর পথচলা বেশি দিনের নয়। এরই মধ্যে অজানা অ’ভিমানে আ’ত্মঘা’তী হলেন তিনি। রোববার (৩০ আগস্ট) সকালে নিজ বাসায় গলায় ফাঁ’স দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন লরেন।

রোববার সকাল ৭টার দিকে ঢাকা বারিধারার কালাচাঁদপুরের নিজের বাসায় এ ঘ’টনা ঘ’টে। লরেনের আ’ত্মহ’ত্যার খবর নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা হাবীব শাকিল। লরেনের মৃ’ত্যুতে শো’কগ্র’স্ত নির্মাতা হাবীব শাকিল।

তিনি বলেন, ‘এই কিছুদিন আগে একটি কাজ নিয়ে লরেনের সঙ্গে ফেসবুকে কথা হয়েছিল। আজ শুনলাম, লরেন আ’ত্মহ’ত্যা করেছে। আমরা বোধহয় স’ন্তানদের জী’বনদ’র্শন সম্পর্কে জ্ঞান দেই না। হ’তাশা থেকে অনেক তরুণই আ’ত্মহ’ত্যা করছে। সিস্টেমটাই যেন এমন হয়ে যাচ্ছে।’

নিজের ফেসবুক ওয়ালে লরেনের উদ্দেশে একটি শো’কবার্তাও দিয়েছেন হাবীব শাকিল। লেখেন, লরেন মেন্ডেস, তোমার কীসের এত তাড়া ছিল? তোমার জী’বনটাই বা কত দূর গিয়েছিল? এত তাড়াতাড়ি জী’বনের অর্থ জেনে গিয়েছিলে যে জী’বন সম্পর্কে আগ্রহ হা’রিয়ে গেল? তোমার বন্ধুরা কারা?

তারাও কি তোমার মতনই জী’বনের সবটুকু জেনে গিয়েছে? আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে কারা তোমার সাথে রাত-দিন জী’বনের ছোট এই রাস্তায় হেঁটেছিল? তোমাকে এত প্রশ্ন করছি কেন? উত্তর তো আমরা সবাই জেনে ঘুমিয়ে আছি।

জেগে জেগে ঘুমিয়ে থাকার অ’ভ্যাসটা আমাদের সিস্টেমের মধ্যেই আছে আর এত এত প্রশ্নের সমা’ধানও আমাদের শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের সব সিস্টেমের মধ্যেই লুকোচু’রি খেলছে। তুমি ক্ষ’মা করে দিও এই অ’বুঝ সিস্টেমকে। ভালো থেক ওপারে।

লরেনের মৃ’ত্যুতে শো’ক প্রকাশ করেছেন বিশিষ্ট নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। প্রয়াতের উদ্দেশে তিনি বলেন, ‘জানি না লরেন তোমার কী ক’ষ্ট ছিল, এত কম সময়ে জী’বনের কী এমন মানে বুঝে ফেললে! যেখানেই থাকো, ভালো থেকো।’

জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে অ’ভিমান করেই ফাঁ’স দেন লরেন। লরেন মেন্ডেস খুব স্বা’ধীন চে’তা ছিলেন। যখন তখন বাড়ির বাহিরে যেতেন। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে প্রায়ই কথা কা’টা কা’টি করতেন তিনি।

লরেনের পরিবারের বরাত দিয়ে গুলশান থা’নার পরিদর্শক (ত’দন্ত) আমিনুল ই’সলাম গণমাধ্যমকে জানান, বাবা মায়ের সঙ্গে অ’ভিমান করে আজ সকালে আ’ত্মহ’ত্যা করেন তিনি। নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আ’ত্মহ’ত্যা করেন।

এসময় তার মা বাসার বাইরে ছিলেন। ঝু’লন্ত অবস্থা থেকে লা’শটি নামায় তার বাবা। খবর পেয়ে পু’লিশ লা’শ উ’দ্ধার করে ম’য়নাত’দন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ম’র্গে পাঠিয়েছে।

‘ইন্টারনেট শে’ষ হলেও, নো টেনশন’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। পুরো নাম লরেন মেন্ডেস, ধ’র্মে খ্রি’ষ্টান। শোবিজে লরেনের ক্যারিয়ার মডেলিং দিয়ে শুরু।

পরে পরিচিতি পেয়েছেন বিজ্ঞাপনচিত্রে। বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। ‘তোমার পিছু ছাড়ব না’ শিরোনামের একটি গানের মডেল হয়ে আলোচনায় আসেন। লরেনকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‌‘অ’মর প্রেম’-এ দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin