বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন

বিএনপির নতুন চমক, বেগম জিয়ার উপদেষ্টা নাতনী ব্যারিস্টার জাইমা রহমান।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩১৩ Time View

বেগম জিয়াকে উপদেষ্টা রেখে নাতনী ব্যারিস্টার জাই’মা রহমানকে নেতৃত্বে আনার পরাম’র্শ দিয়েছেন বি’এনপিপন্থি বুদ্ধিজীবীরা। বিএনপির নতুন চ’মক, বে’গম জিয়ার উপদেষ্টা নাতনী ব্যারিস্টার জাই’মা রহমানএকই স’ঙ্গে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রীর প্রতিদ্ব’ন্দ্বী হিসেবে জাই’মাকে গড়ে তুলতে এখন থেকেই কাজ করার পরাম’র্শ তাদের।

এদিকে, দলের নেতারাও মনে করেন তরুণ নেতৃত্ব আসলে সুদিন ফিরবে বিএনপিতে। এজন্য বর্তমান প্রে’ক্ষাপটে দলের কাউন্সিল জরুরি। বিএনপি চে’য়ারপারসন বেগম খালেদা জিয়া একদিকে যেমন সাজা’প্রা’প্ত আ’সামি তার ও’পর ব’য়সের ভা’রে অ’সুস্থ। বিকল্প নেতৃত্বে যিনি আছেন তারেক রহমান।তিনিও আইনের চোখে দু’র্নীতির মা’মলায় সাজা’প্রা’প্ত প’লাতক আ’সামি।

বিএনপির নেতৃত্ব তারেকের সহধ’র্মিনী ডা. জো’বায়দা রহমানকে নিয়েও গুঞ্জন উঠেছে। তবে এবারে আ’লোচনায় একবারেই নতুন মুখ বেগম জিয়ার সদ্য ওকালতি পাস করা নাতনি ব্যারিস্টার জাই’মা রহমান।

বেগম জিয়ার পরাম’র্শে দলের নেতৃত্বে আসুক জাই’মা রহমান এমনটাই মত বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের।গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ বলেন, ‘বেগম জিয়ার শ’রীর এখনও ভা’লো আছে। তিনি যদি এখনও তার নাতনী জাই’মাকে প্রমোট করেন তার উপদেষ্টা হিসেবে তাহলে জাই’মা ভালো’ভাবে বিএনপিকে নেতৃত্ব দিতে পারবে। তারেক অবসরপ্রা’প্ত।

এখন তরুণ কারো আসা দরকার। শেখ হাসিনার প্রতিদ্ব’ন্দ্বী হতে পারে তারেকের মে’য়ে।তাহলেই নতুন গতি আ’সবে। এদিকে লক্ষ্য রাখলে নতুন গতি আসবে।

আর এতেই পরিবর্তনের সম্ভাবনা আছে।’ জোবায়দা-জাই’মা যেই হোক, তরুণ নেতৃত্ব গ্রহণ করতে কর্মীরা প্রস্তুত বলে মত বিএনপি নেতাদের। বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘জোবাইদা খুব জনপ্রিয়।আর জাই’মা ব্যারিস্টারি পাস করেছেন।

এটা বিএনপির জন্য ভালো যদি তারা রাজনীতিতে আ’সেন, তাহলে রাজনীতিতে সুবাতাস বইবে। নেতাকর্মীরা উদ্দীপ্ত হবেন।’ করো’না প’রিস্থিতি কাটিয়ে শিগগিরই রাজনীতির মাঠে কার্যকর ভূমিকা রাখতে বিএনপিকে সাংগঠনিকভাবে প্রস্ততি নেয়ারও পরাম’র্শ তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 bhabisyatbangladesh
Developed by: A TO Z IT HOST
Tuhin